ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই তিনি চলে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই স্ত্রী-সন্তানের সঙ্গে কেটেছে মধুর সময়। পাঁচমাসের বেশি সময় কাটিয়ে ফের গত মঙ্গলবার দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। এবার মাঠেও নেমে পড়ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুক্রবারই মিলেছে সুখবর। করোনা পরীক্ষা নেগেটিভ হয়েছেন তিনি।
এমনিতে নিষেধাজ্ঞার সময়টাও দ্রুত ফুরিয়ে আসছে। ২৯ অক্টোবর শেষ হবে আইসিসির নিষেধাজ্ঞা। তার আগে নিজেকে প্রস্তুত করে নিতেই যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন তিনি। একদিন আগেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শুক্রবার পরীক্ষার ফলে জানা গেল- কোভিড ১৯ টেস্টে নেগেটিভ সাকিব।
মঙ্গলবার সপরিবারে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। তার আগে মার্কিন মুল্লুকে করোনা পরীক্ষা করে এসেছিলেন, যেখানে তিনি নেগেটিভ। দেশে এসেও একই ফল। এর অর্থ তার পথ ধরেই অনুশীলনে ফিরতে বাধা থাকল না। শনি অথবা রোববার সাভারের বিকেএসপিতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
নিজের সাবেক প্রতিষ্ঠান বিকেএসপিতে ১৪ দিনের কোয়ারেন্টিনের পাশাপাশি চলবে একক অনুশীলন। শ্রীলঙ্কা সফরে চোখ রেখে প্রস্তুত করবেন নিজেকে।
৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার এক মাস বিকেএসপিতে নিজের মতো করে অনুশীলন চালিয়ে যাবেন। এছাড়া উপায়ও নেই। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সতীর্থদের সঙ্গে এখনই অনুশীলন করতে পারছেন না তিনি। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজও ব্যবহার করতে পারবেন না সাকিব।
একইসঙ্গে বিসিবি পাশে আছে সাকিবের। শ্রীলঙ্কায় বাংলাদেশের তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি যে খেলছেন সেটা অনেকটাই নিশ্চিত। কারণ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এরইমধ্যে এমন ইঙ্গিত দিয়েছেন।
শ্রীলঙ্কায় সিরিজের প্রথম টেস্ট শুরু ২৩ অক্টোবর। একই ভেন্যু ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩১ অক্টোবর। এখানেই খেলতে পারেন সাকিব। তার আগে সাভারের বিকেএসপিতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও সালাহউদ্দিন এর তত্ত্বাবধানে চলবে অনুশীলন। এবার সেই পুরনো মেজাজেই ফিরতে চান তিনি।
Discussion about this post