ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক সময় বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছিলেন ডেভিড ক্যাপেল। তার অধীনে সালমা খাতুন-জাহানারা আলমরা লাল-সবুজের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা করে। সে পথে ধরে এ দেশের নারী ক্রিকেট বেশ এগোচ্ছে। এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে ভেসে আসল দুঃসংবাদ। টাইগ্রেসদের সাবেক সেই কোচ বুধবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
২০১৬ সালের অক্টোবরে সালমা-রুমানাদের হেড কোচের দায়িত্ব নেন ক্যাপেল। কাজ করেন ২০১৮ সালের মে পর্যন্ত। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল থাইল্যান্ড এশিয়া কাপ। কোচিংয়ের শেষটা হয় দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। এরপর থেকে তিনি ভুগছিলেন ব্রেন ক্যান্সারে। শেষ পর্যন্ত দুই বছর লড়াই করে বুধবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মৃত্যুকালে চ্যাপেলের বয়স হয়েছিল ৫৭ বছর। ২০১৮ সালে তার টিউমার ধরা পড়ে।
ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ক্যাপেল। ৩০০টি এ শ্রেণির ম্যাচে তার রান ৬ হাজার ২৭৪ এবং উইকেট নিয়েছেন ২৩৭টি। পরে তিনি ইংল্যান্ডের নারী দলের সহকারী কোচ এবং বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Discussion about this post