ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘটনাবহুল একটা সময় কেটেছে সাকিব আল হাসানের। গত বছরের অক্টোবর থেকে তিনি নির্বাসিত এক ক্রিকেটার। এরপর ক্রিকেটের বাইরেই থাকতে হয়েছে তাকে। এরমধ্যে করোনাভাইরাস সংক্রমণের শুরুতে বাংলাদেশ ছাড়েন। চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে, স্ত্রী-সন্তানের কাছে। টানা সাড়ে পাঁচমাস পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরলেন সাকিব।
করোনা সংক্রমণের শুরুর দিকে গত মার্চে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব। সেখানেই থাকে তার স্ত্রী-সন্তান। এরপর এপ্রিলের শেষ দিকে জন্ম নেয় তার দ্বিতীয় কন্যা সন্তান। সব মিলিয়ে মনে রাখার মতো সময় কেটেছে মার্কিন মুল্লুকে।
অক্টোবরের ২৯ তারিখে আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন এই তারকা ক্রিকেটার। অক্টোবরেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তেমন ইঙ্গিত দিয়ে রেখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
২ আগষ্ট, বুধবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন সাকিব। রাজধানীতে তার বনানীর বাসায় উঠেছেন সাবেক এই অধিনায়ক। দিন কয়েকের মধ্যে করোনাভাইরাস টেস্ট হবে। কোভিড -১৯ পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হলেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দেবেন তিনি। প্রাথমিকভাবে বলা হচ্ছে ৫ সেপ্টেম্বর বিকেএসপিতে যেতে পারেন ৩৩ বছর বয়সী সাকিব।
নিষিদ্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারছেন না তিনি। এ কারণেই যেখানে বেড়ে উঠেছেন সেই সাভারের জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেই (বিকেএসপি) ফেরার লড়াই শুরু করবেন সাকিব। আসছে সপ্তাহে সেখানে যাওয়ার কথা তার।
এরমধ্যে নিজেকে ফিট প্রমাণ করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে নভেম্বরে দ্বিতীয় টেস্টেই খেলতে পারবেন সাকিব। নিষেধাজ্ঞা শেষের দুই সপ্তাহ আগে তাকে শ্রীলঙ্কায় পাঠাতে পারে বিসিবি। যদিও সেখানে আলাদা করেই অনুশীলন করতে হবে সাকিবকে। আইসিসির তেমনই নির্দেশনা আছে।
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা যাবে এ মাসের শেষদিকে। অক্টোবরের ২৩ তারিখ সিরিজের প্রথম টেস্টে। ৩১ অক্টোবর শুরু দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ফিরবেন বলে মনে করা হচ্ছে।
Discussion about this post