ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকার চেষ্টা চলছে! নিউ নর্মাল লাইফে চলছে টিকে থাকার লড়াই। স্বাভাবিক হতে শুরু করেছে প্রায় সবকিছুই। করোনার সংক্রমণের শুরুর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মীরা হোম অফিস শুরু করেন। ঘরে বসেই সকল প্রশাসনিক কাজ করার অনুমতি পান তারা।
এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। কিন্তু এরমধ্যে বিসিবির প্রশাসনিক কাজ ফের বাসা থেকে করার নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও মুশফিকুর রহিম আর তামিম ইকবালদের অনুশীলন চলবে। মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এমনটাই জানালেন।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাংলাদেশে। এ কারণেই বিসিবির কর্মীদের সতর্ক রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি সপ্তাহের জন্য কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।’
এখানেই শেষ নয়, বিসিবির প্রধান নির্বাহী আরও জানালেন, ‘সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন আমাদের পরিকল্পনার একটি অংশ। এ অবস্থায় কারও করোনার উপসর্গ দেখা দেয় সেটা ভাবনার বিষয়। এ জন্যই এমন সতর্কতা। ঠিক ওয়ার্ক ফ্রম হোম বলা যাবে না। যদিও শনিবার থেকে ফের অফিস শুরু করবো আমরা।’
তার আগে সপ্তাহখানেক ঘরে থেকেই চলবে কর্মচারীদের অফিস।
Discussion about this post