ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি বিন মুর্তজার বাবা-মা। জাতীয় দলের সাবেক অধিনায়ক বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজার করোনা মুক্তির খবরটি জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।
তিনি জানালেন, একদিন আগেই নতুন পরীক্ষায় করোনা ‘নেগেটিভ’ হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্যের বাবা-মা।
এর আগে গত ৭ আগস্ট মাশরাফির বাবা-মাসহ পরিবারের ৪ সদস্য আক্রান্ত হন করোনা ভাইরাসে। বাবা-মা ছাড়াও মাশরাফির মামী ও ছোট ভাইয়ের স্ত্রীও আক্রান্ত হন। দ্বিতীয় পরীক্ষার পর তাদের প্রত্যেকে কোভিড-১৯ নেগেটিভ হলেন। নড়াইলে নিজ বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হলেন তারা।
এর আগে মাশরাফি ও তার স্ত্রী করোনা আক্রান্ত হন। গত ২০ জুন দুঃসংবাদ পান তিনি। আক্রান্তের ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন। তারপরই ছোট ভাই মোরসালিন ও মাশরাফির স্ত্রী সুমনা হক আক্রান্ত হন করোনায়। এরইমধ্যে এই দুজনও নেগেটিভ হয়েছেন।
Discussion about this post