ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় আপাতত শ্রীলঙ্কা সফর। করোনাকালে সতর্ক থেকেই সফরটা শেষ করতে চায় বোর্ড। এজন্য চেষ্টার ত্রুটি থাকছে না। সফরে যাওয়ার আগেই কমপক্ষে তিনবার করোনা পরীক্ষা হবে মুশফিকুর রহিমদের। বৃহস্পতিবার জানা গেল লঙ্কা সফরকে সামনে রেখে ৩৮ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করাবে বিসিবি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বৃহস্পতিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের জানালেন এ তথ্য।
এরইমধ্যে নিশ্চিত তথ্য মিলেছে আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে সংগ্রহ করা হবে নমুনা। মোট ৩৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে। যদিও শ্রীলঙ্কা সফর সামনে রেখে আবাসিক ক্যাম্পে ডাকা হবে ২০ থেকে ২২ জন ক্রিকেটারকে।
আগেই জানা গেছে এবার জাতীয় দলের সঙ্গে হাইপারফরম্যান্স (এইচপি) দলকেও শ্রীলঙ্কা পাঠাবে বিসিবি। এ কারণেই দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার বসেন এইচপি বিভাগের প্রধান নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে। এরপরই মিনহাজুল আবেদিন জানান, ‘জাতীয় দল গড়তে আমাদের ৩৮ জনের পুল আছে। এই পুলে থাকা সবাইকে কোভিড পরীক্ষা করানো হবে। সঙ্গে ২৪ জনের একটা এইচপি স্কোয়াডও সেখানে যাচ্ছে। দেশে তিনবার করোনা পরীক্ষা করে শ্রীলঙ্কায় যেয়ে আরেকটি পরীক্ষা হবে।’
বাংলাদেশ দল ও এইচপির একই সময়ে শ্রীলঙ্কা সফর, টেস্ট সিরিজের আগ পর্যন্ত দুটি দল একসঙ্গেই করবে অনুশীলন। এইচপি প্রধান নাঈমুর রহমান দুর্জয় জানান, ‘দেখুন, এখনো হোটেল ও ভেন্যু চূড়ান্ত হয়নি। প্রাথমিক যে আলোচনা হচ্ছে, তাতে জাতীয় দল ও এইচপি একই ব্যবস্থার মধ্যে থাকবে। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কান বোর্ডের তত্ত্বাবধানে চলে যাবে। এরপরই আমাদের কর্মসূচি অনুযায়ী এইচপি আলাদা হয়ে যাবে। এইচপির দল পুরোটাই যাবে। সিরিজ যখন শুরু হবে, তখন তারা চলে আসবে।’
Discussion about this post