ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের ক্রিকেট। এরইমধ্যে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এদিকে আগামী ২৩ আগস্ট সভারের বিকেএসপিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তার আগে ৪৫ ক্রিকেটারসহ প্রায় ৬০ জনের করোনা পরীক্ষা করার উদ্যেগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৬ আগস্ট প্রথম ধাপে ২৭ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ডাক্তাররা। সে সময় একজনেরও করোনা ধরা পড়েনি। তবে মঙ্গলবার দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন বরিশাল থেকে আসা ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন।
মঙ্গরবার দ্বিতীয় ধাপে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়ে। তাদের মধ্যে শুধুমাত্র ইফতেখার করোনা পজেটিভ হয়েছেন। ব্যাপারটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।
করোনা পজেটিভ হওয়ায় ইফতেখার আপাতত রয়েছেন বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে। তার কোয়ারেন্টিন চলবে ৭ দিন। এ সময় তিনি বিসিবি মেডিকেল দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন। প্রথম দিন নেগেটিভ ফল আসা ২৭ ক্রিকেটার এখন আছেন বিকেএসপিতে।
আগেই বিসিবিতে থেকে বলা হয়েছিল ২৩ আগস্ট বিকেএসপিতে ক্যাম্পে যোগ দিতে হলে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের করোনা নেগেটিভ হতে হবে। সেটিরই অংশ হিসেবে গত ১৬ আগস্ট থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় যুবা ক্রিকেটারদের নমুনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে নেয়া শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপের টেস্ট নেয়া হয় মঙ্গলবার। যার ফল প্রকাশ করা হয়েছে আজ। মূলত এরপরই জানা গেল এক জন করোনা পজেটিভ।
আগামী ২০ আগস্ট অনুর্ধ্ব-১৯ দলের বাকি ক্রিকেটার ও অন্যান্যদের করোনা পরীক্ষা করা হবে।
Discussion about this post