ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি কিংবদন্তি ক্রিকেটার। তিনি কিংবদন্তি অধিনায়ক। ক্রিকেট মাঠে সাফল্যই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। ৩৯ বছর বয়সী সেই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন।
১৫ আগষ্ট, শনিবার ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ধোনি লিখেছেন-, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’
সেই ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল ধোনির। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টি-টুয়েন্টিতে যাত্রা।
৩৫০ ওয়ানডেতে করেছেন ১০৭৭৭ রান। ১০ সেঞ্চুরি ও ৭৩ হাফসেঞ্চুরি। এই উইকেটকিপার ব্যাটসম্যান। দেশের হয়ে ৯০ টেস্ট। ৬ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬। টি-টুয়েন্টিতে ৯৮ ম্যাচে ৩৭.৬০ গড়ে ১৬১৭ রান।
২০১৯ বিশ্বকাপের পর মাঠের বাইরে ছিলেন ধোনি। মাঠের বাইরে থেকেই বিবর্ণ এক বিদায় হলো মাহির।
তবে ক্রিকেট ক্যারিয়ারের সাফল্য অনন্য উচ্চতায় থাকবেন তিনি। অধিনায়ক হিসেবে ধোনির অর্জন ইর্ষণীয়। তিনিই একমাত্র অধিনায়ক, যিনি জিতেছেন আইসিসির প্রতিটি শিরোপা। ২০০৭ প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
চলুন সেই কিংবদন্তির ক্যারিয়ার এক নজরে দেখে নেই-
ব্যাটিং ক্যারিয়ার-
ফরম্যাট | ম্যাচ | রান | গড় | সেঞ্চুরি |
টেস্ট | ৯০ | ৪৮৭৬ | ৩৮.০৯ | ৬ |
ওয়ানডে | ৩৫০ | ১০৭৭৩ | ৫০.৫৭ | ১০ |
টি-টুয়েন্টি | ৯৮ | ১৬১৭ | ৩৭.৬০ | ০ |
উইকেট কিপিং ক্যারিয়ার-
ফরম্যাট | ম্যাচ | ক্যাচ | স্টাম্পিং |
টেস্ট | ৯০ | ২৫৬ | ৩৮ |
ওয়ানডে | ৩৫০ | ৩২১ | ১২৩ |
টি-টুয়েন্টি | ৯৮ | ৫৭ | ৩৪ |
Discussion about this post