ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে লম্বা একটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকেও। তবে সময়টা যে শুধু অলসভাবে কেটেছে তা কিন্তু নয়! নিজেকে আরও বেশি পরিনত করে নিতে ব্যস্ত থেকেছেন তাইজুল ইসলাম।
বাঁহাতি এই স্পিনার বোলিং অ্যাকশন পাল্টে নতুন ডেলিভারি যোগ করেছেন। লক্ষ্য একটাই-তিন ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলা।
এমনিতে টেস্ট দলে নিয়মিতই থাকছেন তাইজুল। সাদা পোশাকে সাফল্যটাও চোখে পড়ার মতো। তবে অভিষেকের ছয় বছর পরও ওয়ানডেতে জায়গাটা পোক্ত হয়নি। খেলেছেন মাত্র ৯ ওয়ানডে। টি-টুয়েন্টিতে আরও কম, দুটি ম্যাচ।
এ অবস্থায় নিজেকে আরও পরিনত করতে চান ২৮ বছর বয়সী এই স্পিনার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির তত্ত্বাবধানে একক অনুশীলনে সেই কথাই শোনালেন তিনি।
তাইজুল বলেন, ‘দেখুন, সব ফরম্যাট খেলতে চাই বলেই বদলে ফেলার চেষ্টা করছি নিজেকে। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি আমি। বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করছি খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি কেমন!’
এরইমধ্যে অবশ্য বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরির সবুজ সংকেত পেয়েছেন। তাইজুল জানালেন, ‘নিজেই চেষ্টা করছিলাম-বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। তারপর এক সময় দেখি বল ভালোই হচ্ছে। এরপর কোচের সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হলো। তিনি ইতিবাচক মন্তব্য করার কারণেই এটি নিয়ে কাজ করে যাচ্ছি।
তাইজুল বোলিং অ্যাকশন পাল্টে সুফল পাচ্ছেন। বাংলাদেশের এই স্পিনার বলেন, ‘বোলিং অ্যাকশনে পরিবর্তনের জন্য বলে প্রচুর ভেরিয়েশন পাচ্ছি। আমার কাছে তাই অনেক অপশন তৈরি হচ্ছে। ভেরিয়েশন থাকলে সব কন্ডিশনেই ভালো করা সম্ভব। সবকিছু মিলিয়েই এ সিদ্ধান্ত নিয়েছি। সত্যি কথা বলতে সব ফরম্যাটে- সব কন্ডিশনে যেন সাফল্য পাই এটাও মাথায় আছে।’
Discussion about this post