ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ে না। মাঠে-মাঠের বাইরে নানা কাণ্ডে বারবারই সাব্বির রহমান হয়েছেন সমালোচিত। নিষেধাজ্ঞাও মেনে নিতে হয়েছে। তারপরও ভুলের ফাঁদে পা দিয়েই গেছেন এই অলরাউন্ডার। এখন তো জাতীয় দলের বাইরে। তবে হাল ছাড়তে নারাজ। লড়ে যাচ্ছেন তিনি।
ঈদের ছুটি শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার অনুশীলন করলেন অলরাউন্ডার সাব্বির রহমান। প্রথম দিন অনুশীলনে এসেই জানালেন জাতীয় দলে ফিরতে চান তিনি। এ জন্য প্রস্তুত করছেন নিজেকে।
সাব্বির সবশেষ জাতীয় দলে খেলেছেন গত বছরের জুলাইয়ে। শ্রীলঙ্কা সফরে সুযোগটা কাজে লাগাতে পারেন নি তিনি। তারপর বিপিএলে রংপুর ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমেও কিছু করা হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগে ভাল করে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু করোনাভাইরাসের জন্য এক রাউন্ড শেষেই স্থগিত লিগ।
সব মিলিয়ে হতাশা হওয়ার অনেক কারণ থাকলেও হাল ছাড়ছেন না সাব্বির। রোববার বলেন, ‘জাতীয় দলে ফেরার জন্য সুযোগ পেতে হবে আমাকে। খেলা না হলে সম্ভব নয়। ডিপিএল, বিপিএল, জাতীয় লিগ বা বিসিএল-যাই হোক না কেন, ভালো কিছু করে দলে ফিরতে চেষ্টা করব। এ আশা থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছি।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত পাঁচ মাসের মধ্যে রোববারই প্রথমবারের মতো অনুশীলন করেন সাব্বির। করোনার কারণে গৃহবন্ধী সময়ে নিজ শহর রাজশাহীতে ইনডোরে ব্যাটিং-বোলিং করেছেন তিনি। সাব্বির বলেন, ‘আমার বাসা রাজশাহী। এ কারণেই গত ২৫ মার্চ চলে গিয়েছিলাম রাজশাহী। সেখানে অনুশীলনের সুযোগ পাইনি। করোনার কারণে ঘরেই বন্ধী ছিলাম। পরিবারের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে ছিলাম। তবে বাসায় কিছু জিম ওয়ার্ক করেছি। রাজশাহীর ইনডোরে কাজ করেছি। জিম ছাড়াও ইনডোরে ব্যাটিং-বোলিং করেছি আমি।’
সাব্বির অনেক দিন পর পা রাখলেন মিরপুরের শেরেবাংলায়। জানালেন, ‘দেখুন, প্রায় চার মাস পর মিরপুর হোম অব ক্রিকেটে এলাম। অনুভূতি প্রকাশ করতে পারব না। তবে খুব ভালো লাগছে। মিরপুর স্টেডিয়ামে অনেক দিন পর একটু ব্যাটিং করলাম। বিসিবি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। সেগুলো মেনে চলছি। খুব ভালো সুযোগ সুবিধা। ওয়ান বাই ওয়ান অনুশীলন হচ্ছে। সবাই সবার সময় ধরে রাখছে।’
করোনার ধাক্কা সামলে ফের ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দেখে ভাল লাগছে সাব্বিরের। বলেন, ‘দেখে ভালো লেগেছে ফের আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে। আমাদের দেশে বা অন্যান্য দেশে সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই আমরাও আন্তর্জাতিক ম্যাচ খেলব। উম্মুখ হয়ে আছি খেলার জন্য। এখন অনুশীলন করছি নিজেকে ফিট ও ভালো রাখার জন্য। আশা করি খেলা শুরু হলে ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ।’
Discussion about this post