ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে সিরিজের ভাগ্য নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে শঙ্কা শেষে দেখা গেল আশার আলো। খবর মিলেছে তিন টেস্টের সিরিজ খেলতে আগামী ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সব ঠিক থাকলে অবশ্য গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল মুমিনুল হক-মুশফিকুর রহিমদের। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ করোনার কারণে পিছিয়ে যায়। তবে নিউ নরমাল লাইফের সঙ্গে মানিয়ে নিয়ে ফের ফেরার পরিকল্পনা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
করোনা পরিস্থিতিতে অবশ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের মতো। মারা গেছেন ১১ জন। এ কারণেই দ্বীপ দেশটিকে নিরাপদ ভাবছে বিসিবি।
এ অবস্থায় চূড়ান্ত হচ্ছে সফরসূচি। বাংলাদেশ দল কলম্বোর পথে দেশ ছাড়বে ২৪ সেপ্টেম্বর। এরপর ১২ অক্টোবর শুরু সিরিজের প্রথম টেস্ট। যদিও সূচি আনুষ্ঠানিকভাবেএখনো ঘোষনা করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
আকরাম খান বলেন, ‘দুই বোর্ড প্রাথমিক আলোচনায় সফর চূড়ান্ত করেছে। আমরা ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবো। সেখানে কোয়ারেন্টাইন এবং প্রস্তুতি শেষ করে আমরা ম্যাচ খেলতে নামবো।’
এই সফরে চোখ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। শনিবার ঈদ বিরতি শেষে প্রথমবারের মতো অনুশীলনে দেখা গেল তাকে। তিনি বলছিলেন, ‘দেখুন, চার-পাঁচ মাস বাইরে ছিলাম। ক্রিকেটটা অনেক মিস করেছি। বিশ্বের অনেকগুলি দল ক্রিকেট ফিরেছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেখলে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব।’
জাতীয় দলের পাশাপাশি প্রায় একই সময়ে বাংলাদেশ থেকে এইচপি দল যাবে শ্রীলঙ্কা সফরে। এইচপি ও জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ শ্রীলঙ্কায় বাংলাদেশের বহর প্রায় ৫০ জনে দাঁড়াবে। এ কারণেই দুটি দলকে চার্টার্ড ফ্লাইটেই কলম্বো পাঠানোর কথা ভাবছে বিসিবি।
Discussion about this post