ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা সংক্রমণের পর থেকেই গৃহবন্ধী ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। মার্চের মাঝামাঝি থেকেই মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না। এরপর ১৯ জুলাই থেকে শেরেবাংলাসহ বেশ কয়েকটি ভেন্যুতে শুরু হয় ক্রিকেটারদের একক অনুশীলন। ঈদের আগে পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার করেছেন অনুশীলন।
সবকিছু ঠিক থাকলে আসছে শনিবার থেকে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হবে ব্যক্তিগত অনুশীলন। ঈদের ছুটি শেষ হওয়ার আগেই মাঠে নেমে পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবার আগে ব্যাটে হাতে মাঠে দেখা গেল জাতীয় দলের এই অলরাউন্ডারকে।
সাড়ে চার মাস পর ফিরলেন শেরেবাংলার হোম অব ক্রিকেটে। গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী ক্রিকেটার্সের হয়ে ম্যাচ খেলেই করোনার কারণে গৃহবন্ধী হয়েছিলেন। সেই বিরতি শেষে বুধবার স্টেডিয়ামে গেলেন রিয়াদ।
দীর্ঘ সময় পর ফিরে প্রথম দিন শেরেবাংলার ঘাস ছুঁয়ে দেখলেন তিনি। বসেও থাকলেন নীরব মাঠে। ব্যাট নিয়ে কিছুক্ষণ অনুশীলন করলেন। মাঝে পুরো মাঠ দশটা চক্কর দিলেন রিয়াদ শনিবার থেকে অফিসিয়ালি অনুশীলনে থাকবেন তিনি।
মাহমুদউল্লাহ গণমাধ্যমে জানান, ‘দেখুন, মাঠে ঢোকার পর সবকিছু কেমন যেন নতুন লাগল। গ্যালারি, মাঠ সবকিছু দেখে আরও ভালোভাবে বুঝলাম যে কতটা মিস করেছি। ঘাস ছুঁয়ে দেখলাম, এখানকার সবকিছুই তো আমাদের চেনা। রানিং করলাম। দশটা চক্কর দিলাম মাঠে। হালকা নকও করেছি। ভালোই লাগল। শনিবার থেকে অফিসিয়ালি জয়েন করব।’
ঘরে বসে এই সময়টাতে ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেছেন রিয়াদ। জানান, ‘বাসায় ট্রেডমিলে দৌড়ানো আর মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য অনেক। শারীরিক ব্যাপারও আছে। ট্রেডমিলে দৌড়ালে শরীরের ফোর্স লাগে না, কিন্তু মাঠে নিজেকেই টানতে হয় শরীর। তবে এখন সব ঠিক হয়ে যাবে।’
Discussion about this post