ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস আমাদের যাপিত জীবন পাল্টে দিয়েছে। আগের সেই আনন্দমুখর জীবনেও যেন ভাটা পড়েছে। একে অন্যের সঙ্গে সংগত কারণেই তৈরি হয়েছে দূরত্ব। সংক্রমণ থেকে বাঁচতে সতর্ককতার কমতি নেই। ঠিক এ অবস্থায় ভিন্ন আবহে পালিত হচ্ছে পবিত্র হজ। করোনা মহামারির কারণে সৌদি আরবের বাইরের কোান দেশ থেকে পবিত্র হজপালনের সুযোগ পায়নি কেউ। ভিন্নমাত্রার হজে অংশ নিচ্ছেন মাত্র ১০ হাজার সৌভাগ্যবান-সৌভাগ্যবতী।
স্বাস্থ্যবিধি সুরক্ষা ও সৃশৃঙ্খল ব্যবস্থাপনায় হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। প্রায় ১০০ বছরের মধ্যে এবারই প্রথম সৌদি সরকার হজে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। উপায় নেই। করোনা থেকেও তো বাঁচতে হবে।
দেশের ক্রিকেটাঙ্গনেও একই অবস্থা। মাঠে ফিরতে পারছেন না ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে চলছে অনুশীলন। দলগত অনুশীলন আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে কবে মাঠে নামা যাবে উত্তর জানা নেই। এ অবস্থায় হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটারারাও।
রুবেল হোসেনও করোনা মহামারির প্রকোপে হতাশ। দ্রুত সম্ভব এই ভাইরাস থেকে মুক্তি পেতে প্রার্থনা করছেন জাতীয় দলের এই তারকা পেসার।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল এনিয়ে লিখলেন। পবিত্র হজের উসিলায় আল্লাহ করোনা উঠিয়ে নিন- প্রার্থনা রুবেলের।
পবিত্র কাবা শরিফ ও হাজীদের একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন–‘আলহামদুলিল্লাহ! সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। আল্লাহ কবুল করুক। পবিত্র হজের উসিলায় মহান আল্লাহ রাব্বুল আল আমিন মহামারী করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিন।’
রুবেলের প্রার্থনা যেন আল্লাহ কবুল করেন।
Discussion about this post