ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাকালে বিয়ের হিড়িক পড়েছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। চারদিকে একের পর এক ক্রিকেটারের বিয়ের খবর। এবার বিয়ে করলেন আরেক তরুণ ক্রিকেটার মেহেদী হাসান। যিনি জাতীয় দলের স্পিন অলরাউন্ডার। কিছুদিন আগেই নতুন ইনিংস শুরু করেছেন মোসাদ্দেক সৈকত, নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম।
গত রোববার, ২৬ জুলাই বিয়ে করলেন মেহেদী। খুলনার বয়রায় মেহেদীর মামার বাসায় ঘরোয়া পরিবেশে শেষ হয়বিয়ের আয়োজন। করোনার কারণে বড় আয়োজন করা হয়নি।
২৫ বছর বয়সী মেহেদীর স্ত্রীর নাম ঋতু। খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ঋতুর। কিন্তু করোনাভাইরাসের কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় বিয়ে সেরে ফেললেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ধুমধামে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।
দোয়া চেয়ে গণমাধ্যমে মেহেদী জানান, ‘করোনার কারণেই বিয়ের আনুষ্ঠানিকতা বড় করা হয়নি। দুই পরিবারের একেবারেই ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে পর্ব শেষ হয়েছে। নতুন পথচলায় সবাইকে পাশে পেতে চাই। সবার দোয়া চাই।’
২০১৮ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক মেহেদীর। এ পর্যন্ত এই ফরমেটে চারটি ম্যাচ খেলেছেন তিনি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত খেলে আলোচনায় আসেন। ঘরোয়া লিগের সর্বশেষ আসরটিতে ১৩টি ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৫৩ রান সংগ্রহ করেন তিনি নেন ১২ উইকেট।
Discussion about this post