ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার মিরপুরের শেরেবাংলায় অনুশীলনের সুযোগটা কাজে লাগালেন এনামুল হক বিজয়। করোনার কারণে গৃহবন্ধী হওয়ার পর থেকেই বন্ধ ছিল অনুশীলন। ঘরেই ফিটনেস ঠিক রাখতে পরিশ্রম করেছেন এই ওপেনার। বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ পেয়ে সোমবার যোগ দিলেন এনামুল।
প্রথম দিনই রানিং করার পাশাপাশি জিমও করেন তিনি। চার মাস পর ফিরে জানাচ্ছিলেন, ‘প্রথম দিন হিসেবে অনেক কষ্টই হয়েছে। কারণ আমরা ইনডোরে করি বা বাইরে যেখানেই করি, মাঠ বা মিরপুরের অনুশীলন বিশেষ কিছু। তারপরও এভাবেই চালিয়ে যাবো। ঈদের আগে যতটুকু করতে পারি করে যাবো।’
ঈদের আগে মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলন করবেন- মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। এদিনই শেষ হবে ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্ব।
করোনার সংক্রমণ না কমলেও ফিটনেস তো ঠিক রাখতে হবে। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে খুশি এনামুল। জানাচ্ছিলেন, ‘মিরপুরে অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছে। প্রায় চার মাস পরে মিরপুরে অনুশীলনের সুযোগ পেলাম আমি। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ।’
গত ১৯ জুলাই থেকে বিসিবির ব্যবস্থাপনায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়াও দেশের কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে অনুশীলন। আপাতত যদিও আন্তর্জাতিক সূচিতে ক্রিকেট নেই। সামনে শ্রীলঙ্কা সফরের কথা চলছে টাইগারদের।
Discussion about this post