ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা জয়ের মঞ্চ তৈরিই ছিল। শেষ পর্যন্ত অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। আনন্দে অবগাহন রিয়াল মাদ্রিদেরই। দুই বছর পর লা লিগা শিরোপা বুঝে পেলো স্পেনের সফলতম ক্লাবটি। আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের আনন্দে মাতে জিনেদিন জিদানের দল।
জয়ের ম্যাচে নায়ক করিম বেনজেমা। দুটি গোলই তার।
স্প্যানিশ লা লিগার ইতিহাসে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সেই অর্জন আরও সমৃদ্ধ হলো। এটি ৩৪তম শিরোপা তাদের।
ফরাসি কিংবদন্তি জিদানের কোচিংয়ে এনিয়ে এগার নম্বর শিরোপা জিতল রিয়াল। ইউরোপের সফলতম ক্লাব তারাই।
করোনাভাইরাসের ধাক্কা সামলে লিগ শুরু হলে চির শ্রতু বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। তারপরও ১০ ম্যাচ খেলে সবকটিতেই জিতলতারা। ৩৭ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে ৮৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে রানার্স-আপ হওয়া বার্সেলোনার অর্জন ৭৯ পয়েন্ট।
২০১৬-১৭ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল। অপেক্ষা শেষে ফের সান্টিয়াগো বার্নাব্যুতে উৎসব। হতাশই হতে হলো লিওনেল মেসিদের!
Discussion about this post