ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই দুঃসংবাদটা পেয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ‘বিগ বি’কে।
লিজেন্ড অমিতাভ বচ্চন তার সোশাল মিডিয়া সাইটে লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়েছি আমি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে, পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। এরইমধ্যে আমার বাড়ির সবার নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষা হচ্ছে। তবে এখনো তাদের রিপোর্ট পাইনি।’
এরপরই অভিষেক জানান তিনিও কোভিড–১৯ পজিটিভ। তবে ভক্তদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ করেন তিনি।
তবে এরপরই অমিতাভ-অভিষেকের আরোগ্য কামনা করতে থাকেন ভক্তরা। এমনকি ক্রীড়া তারকারাও আছেন এই তালিকায়। কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘নিজের প্রতি যত্ন নেবেন অমিতজি। আপনার সার্বিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি।’
ক্রিকেটার মোহাম্মদ শামি লিখেছেন, ‘ইনশা আল্লাহ, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন। আপনাদের পাশে আছে ভারতের জনগণ।’
ভারত ছাড়িয়ে পাকিস্তান থেকেও আসছে শুভ কামনা। শহীদ আফ্রিদি কিছুদিন আগেই সেরে উঠেছেন করোনা থেকে। তিনি শুনছেন অমিতাভ বচ্চনও করোনায় আক্রান্ত। কিংবদন্তি এই তারকার জন্য শুভ কামনা থাকছে পাকিস্তানি সাবেক অধিনায়কের।
টুইটারে আফ্রিদি লিখলেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা কররছি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন তিনি।’
Discussion about this post