ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই বন্ধ মাঠের ক্রিকেট। গৃহবন্ধী হয়েই আছেন অনেকে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকলেও ক্রিকেট মাঠে ফেরার অনুমতি পায়নি। এমন কী বাইরে সম্মিলিত অনুশীলনের জন্যও এখন সম্মতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সময়ে বিয়ে করে ফেললেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী।
সংগত কারণেই করোনাকালে ঘরোয়া পরিসরেই বিয়ে করেছেন সিলেটের এই ক্রিকেটার। বুধবার স্বাস্থ্যবিধি মেনে বিয়ে সম্পন্ন হয়েছে। ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন বিয়েতে। করোনা কেটে কেটে গেলে বড় ধরনের আয়োজনের কথা জানাল রাহীর পরিবার।
অবশ্য বর-কনের আকদ হয়েছিল গত বছর। এ বছর মেয়েকে তুলে আনার কথা ছিল। কিন্তু করোনার কারণে বাতিল করতে হয় পরিকল্পনা। ছোট করে ঘরোয়াভাবে নতুন অতিথিকে তুলে আনা হলো। কনে ডা. তৌহিদা আক্তার জুহা রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা।
বিসিবির পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল তার ফেসবুক পোস্টে রাহীকে শুভকামনা জানালেন, ‘আবু জাহেদ চৌধুরী রাহী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সিলেটের গর্ব । জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। করোনা পরিস্থিতি আমাদের জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে, পারিবারিকভাবে গতকাল (বুধবার) ৮ জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।’
তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রাহিকে নতুন জীবনে শুভ কামনা!
Discussion about this post