ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি ব্যস্ত এক ক্রিকেটার। খেলা থাকুক বা না থাকুক নিজেকে ব্যস্ত রাখবেনই। অনুশীলনেই সময়টা বেশি কাটে তার। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন আর মাঠে যাওয়ার সুযোগ নেই। আপাতত ঘরেই বেশি সময় কাটে মুশফিকুর রহিমের। নিজেকে ফিট রাখতে ঘরটাকেই জাতীয় দলের এই তারকা ক্রিকেটার জিমনেশিয়াম বানিয়ে ফেলেছেন। তবে শুধু ব্যায়ামেই তো সময় কেটে যায় না, করোনা কালে গৃহবন্ধী জীবনে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত শুনছেন মুশি। একইসঙ্গে স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করছেন। সঙ্গে ছেলেকেও দিচ্ছেন সময়।
একই প্রতিষ্ঠানের লাইভ অনুষ্ঠানে নিজের যাপিত জীবন নিয়ে মুখ খুলেন মুশফিক। তিনি বলেন, ‘এই করোনা কালে ঘুম থেকে ওঠার পরই ব্যায়াম করি। তারপর ছেলের সঙ্গে খেলাধুলা করি। মাঝেমধ্যে ছেলেকে নিজ হাতে খাওয়াই। গোসল করানোর সময়ও খেলা করি। স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা, স্ত্রীর কাছ থেকে রান্না করা শেখার পাশাপাশি প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত শুনছি আমি।’
করোনা কালের ভয়াবহ দিনগুলো ভক্তরা কিভাবে কাটাবেন তার পরামর্শও দিলেন মুশফিক। তিনি বলেন, ‘আমরা এমন কঠিন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। আমরা জানি না কীভাবে এই পরিস্থিতি ভালোভাবে সামলানো সম্ভব। এ অবস্থায় আমাদের যতটা সম্ভব ঘরে থাকা দরকার। বাইরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই সময়টাতে আগের চেয়ে বেশি বেশি দোয়া করুন, ক্ষমা প্রার্থনা করুন, ধৈর্য ধারণ করুন আর সর্বশক্তিমান আল্লাহ’র কাছে প্রার্থনা করুন যাতে তিনি আমাদের সুস্থ করে দেন। এই মহামারি থেকে একমাত্র তিনিই আমাদের রক্ষা করতে পারেন।’
করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মুশফিক ফিটনেস লেভেল ধরে রাখা, খাদ্যাভ্যাস আর নিয়মিত হাত ধোয়ার মতো বিষয়গুলো মেনে চলছেন। জরুরি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করছেন। বাসায় ফিরে সব কাপড় ধুয়ে দেওয়ার ব্যবস্থা করেন আর গোসল করে নেন।’
এই দুঃসময়ে আর্ত মানুষের পাশেও আছেন মুশফিক। দুস্থদের সাহায্যে এগিয়ে আসছেন বারবার।
Discussion about this post