ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোনভাবেই হারিস রউফের পিছু ছাড়ছে না করোনাভাইরাস। তাইতো একবার দুবার নন, তিন তিনবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তিনি। পাকিস্তানের এই ডানহাতি পেসার টানা তৃতীয়বারের মতো হলেন কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ!
তৃতীয়বার করোনায় আক্রান্ত হওয়ায় ফের গৃহবন্দী হয়ে থাকতে হবে হারিস রউফকে। কিন্তু ব্যাটসম্যান হায়দার আলী ও টেস্ট পেসার ইমরান খান পরীক্ষায় এবার নেগেটিভ হলেন। এই দুই ক্রিকেটার এখন করোনাভাইরাস মুক্ত। তবে অপেক্ষায় থাকতে হচ্ছে কাশিফ ভাট্টিকে। এই বাঁহাতি স্পিনার পরীক্ষার ফল হাতে পাননি।
এরআগে লাহোরে ক্যাম্পে যোগ দিয়ে প্রথমে দুঃসংবাদ শুনেন রউফ। হায়দার ও ইমরানের পাশাপাশি আলাদা ছিলেন তিনিও। অন্যরা সুখবর পেলেও তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। ফের করোনা পরীক্ষা দিতে হবে তাকে।
করোনা পজিটিভ থাকায় দলের সঙ্গে ইংল্যান্ডে যেতে পারেননি তারা। হায়দার ও ইমরান মুক্তি পেলেও এখনই উড়াল দিতে পারছেন না। কারণ ফের টেস্ট হবে তাদের। এরপর নেগেটিভ ছাড়পত্র মিললে তাদের ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
Discussion about this post