ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে তার মা, দুই সন্তান ও গৃহসহকারী সবাই এখন করোনামুক্ত। নাফিস নিজেই সাংবাদিকদের চট্টগ্রাম থেকে পাঠানো অডিও বার্তায় দেন পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার খবর।
নাফিস ও তার পরিবারের সদস্যদের করোনা ধরা পড়ে জুনের মাঝামাঝি। এরপর বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন সবাই।
এদিকে করোনা থেকে সেরে উঠেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও। বুধবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে তার। একইসঙ্গে সেরে উঠেছেন তার বাবা ও মা। তারাও ঘরেই চিকিৎসা নিয়েছেন।
আক্রান্ত হওয়ার আগে চট্টগ্রামের ক্রিকেট কোচদের অর্থ সাহায্যে একটি অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারীই ছিলেন নাফিস। ধারনা করা হয়, সেখান থেকেই করোনা সংক্রমণ ঘটেছে তার। এরপর তার মাও করোনা পজেটিভ হয়েছিলেন।
নাফিজ ও অপু করোনামুক্ত হলেও মাশরাফি বিন মর্তুজা এখনও অপেক্ষায় রয়েছেন। মাশরাফী হোম আইসোলেশনে আছেন ১২ দিন ধরে। ১৪ দিন পার হলেই আবার টেস্ট করাবেন তিনি। তখনই বোঝা যাবে কি অবস্থা টাইগারদের সাবেক অধিনায়কের।
Discussion about this post