ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনার কারণে এখন পর্যন্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ৮টি টেস্ট ম্যাচ স্থগিত হয়েছে বাংলাদেশের। পরবর্তীতে এ ম্যাচগুলো আবার হবে কি না সন্দেহ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় বর্ধিত না হলে স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজন সম্ভব নয় বলে মনে করেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির কর্তকর্তারা।
গত বছরের আগস্টে অ্যাশেজ দিয়ে শুরু হয়েছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। পয়েন্ট টেবিলে সেরা থাকা দুটি দলের আগামী বছরের জুনে ফাইনালে মুখোমুখি হওয়ার কথা। এই সময়ে টেস্ট খেলুড়ে নয়টি দেশ একে অপরের বিপক্ষে দুই বছরের মধ্যে দুটি করে সিরিজ খেলবে। প্রত্যেক দল তিনটি করে হোম এবং তিনটি করে অ্যাওয়ে সিরিজ খেলবে। কিন্তু করোনা সব ভেস্তে দিয়েছে। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান তাই ক্রিকবাজকে বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের মেয়াদ না বাড়ালে স্থগিত হওয়া টেস্ট ফিরে পাওয়া সম্ভব না। আইসিসি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা জানতে আমরা মুখিয়ে আছি। যদি সূচি পুনর্বিন্যাস না করা হয়, তাহলে স্থগিত হওয়া আটটি ম্যাচ আমাদের ফিরে পাওয়ার সুযোগ কম।’
করোনার মধ্যেও কিছু কিছু দল মাঠে ফিরতে শুরু করেছে। ইংল্যান্ড সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান দলও ইংল্যান্ডের উদ্দেশ্যে আজ (রোববার) উড়াল দেবে। কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনও ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ক্রিকবাজকে বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি সূচি অনুযায়ী হয়, তাহলে আমাদের বাতিল হওয়া আটটি টেস্ট ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। খেলাই হবে না বলা যায়। কারণ আগামী বছরের জুনের মধ্যে অন্য সূচির সঙ্গে সমন্বয় করে এগুলো খেলা সম্ভবই হবে না। তবে যদি চ্যাম্পিয়নশিপের সময় বাড়ে অথবা আইসিসির ইভেন্ট বাতিল হয় তাহলে সম্ভাবনা তৈরি হতে পারে। তখনও এটা নির্ভর করবে দ্বিপাক্ষিক আলোচনার ওপরে।’
নিজামউদ্দিন চৌধুরী আরও মনে করেন, আইসিসি যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় না বাড়ায়। আগামী বছরের জুনেই ফাইনাল আয়োজন করে। সেখানেও সমস্যা আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, সব দলকেই নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলতে হবে। কিন্তু করেনার কারণে এখন কোন দল আটটি সিরিজ খেলবে কোন দল খেলবে পাঁচটি। সেক্ষেত্রে ফাইনাল আয়োজন সম্ভব নয়।
Discussion about this post