ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে ঘিরে অতি উৎসাহী কিছু অনলাইনের গুঞ্জন থেমেছে। কারণ মাশরাফি বিন মর্তুজা নিজেই প্রতিবাদ করেছেন। তাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। ঘরেই চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। আর খুশির খবর হলো করোনা আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য ভাল আছেন।
করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর এক সপ্তাহ পেরোলো। এরমধ্যে এই কিংবদন্তি অধিনায়কের শরীরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। জ্বর, কাশিসহ অন্যান্য উপসর্গের কোনো কিছুই নেই। আবার খাবারের রুচি কিছুটা কমেছে। অনেকটাই তৃপ্তি নিয়ে খাবার খেতে পারছেন মাশরাফি।
তার খবরে চমকে উঠেছিল গোটা দেশ। গত ১৯ জুন করোনা পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে নমুনা দিয়ে আসেন মাশরাফি। এরপর শনিবার জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। গোটা দেশের মানুষই প্রার্থনা করে প্রিয় ক্রিকেটারের জন্য। করোনার শুরু থেকেই নড়াইলে পরিশ্রম করেছেন ম্যাশ। জনসেবায় ব্যস্ত রেখেছেন নিজেকে।
করোনা আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। সবকিছু ঠিক থাকলে হয়তো অচিরেই তার করোনা মুতক্তির সুখবর মিলবে।
Discussion about this post