ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সূচি আগেই চূড়ান্ত ছিল। কিন্তু একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছিল পাকিস্তান শিবিরে। তবে সব শঙ্কা দূরে ঠেলে করোনা আক্রান্ত ক্রিকেটারদের রেখে রোববার ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান।
করোনার মধ্যেও ইংল্যান্ড সফরের সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান। তাই এ সফরে যেতে বেশ আগে থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে দেশটির ক্রিকেটাররা। এরইমধ্যে ক্যাম্প করে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা হয়েছে। সেখানে প্রথম দিনের ফলাফলে তিনজনের শরীরে ধরা পড়ে করোনা, পরের দিন আরও সাতজন আক্রান্ত হন প্রাণঘাতী ভাইরাসে। আক্রান্তরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খান। এই ১০ জনকে দেশে রেখে ইংল্যান্ড সফরে যাবে মিসবাহ-উল-হকের দল। সেরে ওঠার পর তারা যোগ দেবেন দলের সঙ্গে।
রোববারই ইংল্যান্ডে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর সেখানে তারা থাকবেন ১৪ দিনের আইসোলেশনের। সেটা শেষ হলে তাদের প্রস্তুতি চলবে সমানতালে।
এবারের ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী আগস্টে শুরু হবে দুই দলের লড়াই। তার আগের সময়টা ইংলিশ কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কাজ করবে পাকিস্তান।
Discussion about this post