ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মাশরাফি বিন মতুর্জার ছোট ভাই মোরসালিন বিন মতুর্জাও। করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন তিনি। মোরসালিন নিজেই মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানালেন গণমাধ্যমে।
গত শনিবার করোনায় আক্রান্ত হন মাশরাফি বিন মতুর্জা। জাতীয় দলের তারকা ক্রিকেটারের পরিবারের প্রায় সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হলেন মোরসালিন।
মোরাসালিন গণমাধ্যমে বলেন, ‘দেখুন, কিছুক্ষণ আগে রেজাল্ট পেলাম। আমি করোনা পজিটিভ। তবে আমার এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি। আপাতত ভালো আছি।’
এরমধ্যে মোরসালিনের স্ত্রী সুমাইয়া ইসলামের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা সুস্থ রয়েছেন। তাদের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে।
এদিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি।
Discussion about this post