ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল আরও একটি সিরিজ। সবকিছু ঠিক থাকলে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। কিন্তু প্রানঘাতি এই ভাইরাসের সংক্রমণ না কমায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত সেই সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে জুনে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও স্থগিত করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিসিবি। এ অবস্থায় নিউজিল্যান্ড ক্রিকেট ও বিসিবি পরস্পরের সঙ্গে আলোচনা করে সিরিজটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন জানান, ‘বর্তমানে করোনাভাইরাসের এই বিপর্যয়ের সময়ে আগস্টে একটা পুরো ক্রিকেট সিরিজ আয়োজন করা চ্যালেঞ্জের মতো। এছাড়াও এক টা সিরিজের সঙ্গে জড়িত থাকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ। তাদের সুরক্ষার বিষয়ও রয়েছে। সবমিলিয়ে এটা আয়োজন করতে পারছি না আমরা।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেখুন, আমি অবশ্যই নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ দিবো এই বিপর্যস্ত পরিস্থিতি অনুধাবনের আর এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণকে সমর্থন দেওয়ার জন্য। আমরা বুঝতে পারছি, দুই দলের ক্রিকেটার এবং অফিসিয়ালরা যারপরনাই হতাশ হয়েছেন। দুই দেশের ক্রিকেট ভক্তদের কথা আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই। এই অবস্থায় বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট পরবর্তী সুবিধাজনক সময়ে সিরিজটি পিছিয়ে নেওয়াটা যৌক্তিক মনে করেছে।’
জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের কথা আছে। বিসিবি এখনো সেই সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনিতে করোনাভাইরাস মহামারির পরিস্থিতিতে গত মার্চের মাঝামাঝি থেকে বাংলাদেশের সব ধরনের ঘরোয়া এবং আর্ন্তজাতিক ক্রিকেট স্থগিত রয়েছে।
এরমধ্যে দেশের ক্রিকেটাঙ্গনেও হানা দিয়েছে করোনা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, নাফিস ইকবালসহ কয়েকজন ক্রিকেটার।
Discussion about this post