ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির তিন সংস্করণেই ছিলেন বিশ্বসেরা। নিষেধাজ্ঞা শেষে ফের মাঠের ক্রিকেটে ফিরলে হয়তো আবারও নিজের জায়গায় ফিরবেন তিনি। তবে সাকিব আপাতত অন্য জায়গায় পৃথিবীর সেরা। কোন সংস্করণ। ও জানিয়ে রাখা ভালো আজ বিশ্ব বাবা দিবস। সেখানে বিশ্বসেরার স্বীকৃতি দিলেন তাঁরই স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ইনস্টাগ্রামে আজ এক পোষ্টে সাকিবকে পৃথিবীর সেরা বাবা স্বীকৃতি ব্যাখ্যাসহ দিয়েছেন শিশির, ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সব সময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করতে তোমার রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম। এ ছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেওয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!’
মাঠের ক্রিকেটে এ বছরের অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সাকিব। যে কারণে এ তারকা আপাতত পরিবার নিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। এখন দুই সন্তানের সঙ্গে সময়গুলো কাটছে এ তারকার।
Discussion about this post