ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্যও। শনিবার (২০ জুন) করোনা পজিটিভ দুঃসংবাদটি শুনেন তিনি। গণমাধ্যমে তার ছোট ভাই মোরসালিন মতুর্জা খবরটি নিশ্চিত করেন।
একইসঙ্গে বিষয়টি নিশ্চিত করেন এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি। গত দু’দিন ধরেই জ্বর ছিল মাশরাফির। সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথা। শুক্রবার এ কারণেই পরীক্ষা করান। ফলাফল পজিটিভ এসেছে শনিবার।
তিনি জানান, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মর্তুজার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। এটি নিশ্চিত হতে ফের তার নমুনা দেয়া হবে।
জাতীয় দলের এই ক্রিকেটার তারকা ক্রিকেটার তার মিরপুরের বাসায় রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। হাসপাতালে যাচ্ছেন না আপাতত। তার পরিবার সবার কাছ থেকে দোয়া চেয়েছে।
বলা দরকার, মাশরাফির শাশুড়ি হোসনে আরা এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার শাশুড়ির চিকিৎসা চলছে তার।
ক্রিকেটার পরিচয়ের বাইরে নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে ছিলেন মাশরাফি। দক্ষতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছিলেন তিনি।
Discussion about this post