ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সোশাল মিডিয়ার এই যুগে অনলাইন সংবাদমাধ্যমে অনেকের বাড়তি হিটের আশায় থাকে। এ কারণে অনেক সময় শিরোনাম চটকদার করেন। যা দৃষ্টিকটুও হয়ে উঠে। তেমনই এক শিরোনামে বেশ চটেছেন মাশরাফি বিন মর্তুজা। এ কারণে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমের সমালোচনাও করলেন তিনি।
করোনার এই সময়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভাল কাজ দিয়েই আছেন শিরোনামে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য আছেন আর্ত মানুষের পাশে। এ অবস্থায় আরেকটি ভাল কাজ করেন তিনি। গত ১ জুন নড়াইলে অন্তঃসত্ত্বা স্ত্রী ইতি খানমকে রাস্তায় ফেলে যান তার স্বামী তিতাস কাজি। এরপর মাশরাফির হস্তক্ষেপে ইতিকে তার স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়।
এই শিরোনাম একটি অনলাইন পত্রিকা দিয়েছে, ‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি।’
এই শিরোনাম দেখে হতাশ ও বিরক্ত মাশরাফি। খবর পরিবেশনার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে তিনি বলেন, ‘এটি সাংবাদিকতা নয়। কোনোভাবেই এটা সাংবাদিকতা হতে পারে না। সাংবাদিকদের কাজ প্রকৃত ঘটনা তুলে ধরা। সেটিকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা নয়। এ খবরে যেটা করা হয়েছে, এটা প্রকৃতপক্ষে কী, তা বুঝে উঠতে পারছি না আমি।’
ঘটনায় মাশরাফি বিরক্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই সংবাদের একটি স্ক্রিনশট পোস্ট করে মাশরাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে লিখেছেন, ‘কী দারুণ শিরোনাম, সাংবাদিকতা তার সেরা সময়ে।’
আরও যোগ করেন, ‘যারা বছরের পর বছর এই পেশাটাকে শুধু পেশা হিসেবেই নয়, সর্বোচ্চ সম্মানের সাথে করে আসছেন, মনে হয় উনারাও এসব দেখে লজ্জা পান।’
Discussion about this post