ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পুরো পৃথিবী জুড়েই চলছে করোনাভাইরাসের দাপট। যে কারণে সব ধরণের ক্রিকেট রয়েছে বন্ধ। তবে বসে নেই আইসিসি। সংস্থাটি বেশ কিছু নিয়ম পরিবর্তন করে দ্রুতই ২২ গজে ব্যাট-বলের লড়াই ফেরাতে চেষ্টা করছে। কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি যেসব আইন-কানুন বের করতে চাইছে সেগুলো এখনও অস্পষ্ট। তাই সাকিব আল হাসান চাইছেন, এগুলো স্পষ্ট হোক।
আইসিসির ‘ব্যক টু ক্রিকেট’ গাইডলাইনে উল্লেখ রয়েছে, মাঠে নামলে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা চালাতে হবে। কেমন হবে মাঠের রূপরেখা সেটির বিস্তারিত বলা হয়নি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রশ্ন তুলেছেন সাকিব। তার মতে এগুলো আরও স্পষ্ট করা উচিৎ। তিনি বলেন, ‘এখন তো শুনি ৩ ফুট বা ৬ ফুটও নয়, ১২ ফুট পর্যন্তও নাকি এটা (করোনাভাইরাস) ছড়াতে পারে। তার মানে পিচের এই পাশ থেকে ওই পাশের কাছাকাছি। তাহলে দুই ব্যাটসম্যান কি ওভার শেষে এসে এক জায়গায় দাঁড়াবে না! পরামর্শ করতে যাবে না! দুই পাশেই থেকে যাবে! মাঠে দর্শক থাকবে না! উইকেটকিপার দূরে গিয়ে দাঁড়াবে! ক্লোজ ফিল্ডিংয়ের কী হবে? এসব নিয়ে ভাবার আছে।’
আইসিসির গাইডলাইনে বল হয়েছে ম্যাচের আগে ১৪ দিনের আইসোলেশন ক্যাম্প বাধ্যতামূলক। যাতে দলের সদস্যদের মধ্যে কেউ করোনা আক্রান্ত কি না সেটি নিশ্চিত করা যায়। যদিও সাকিব মনে করেন স্বাস্থ্য সুরক্ষা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুঁকি নেবে না ক্রিকেটের নিয়ামক সংস্থা। এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমার ধারণা পুরোপুরি নিশ্চিত না হয়ে তারাও (আইসিসি) কোনও সুযোগ নেবে না। যত যা–ই হোক জীবনটা তো আগে, তারপর খেলা! নিরাপত্তার কথা নিশ্চয়ই তারাও আগে ভাববে।’
ফিক্সিংস না করেও শুধুমাত্র প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসান আপাতত নিষেদ্ধ হয়েছে এক বছর। আগামী অক্টোবরের শেষ দিকে তিনি মুক্ত হবেন। তারপরই হয়তো এ তারকাকে ফের দেখা যাবে ব্যাট-বল হাতে ঝড় তুলতে। আপাতত সে প্রত্যাশায় ক্রিকেট প্রেমিরা।
Discussion about this post