ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সময় গৃহবন্ধী তিনি। কিন্তু নিজ করে থেকেই দারুণ সব কাজ করে যাচ্ছেন তামিম ইকবাল। নতুন একটা পরিচয়ও প্রকাশ পেল তার। অন্তর্জালে লাইভ টকশো করে মাত করলেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। নিত্য নতুন অতিথি হাজির করছেন ফেসবুক লাইভে। যেখানে থাকছে চমকের পর চমক। এরইমধ্যে বিরাট কোহলি-কেন উইলিয়ামসন-ফাফ ডু প্লেসিসের মতো তারকাকেও দেখা গেছে তার আয়োজনে।
এ অবস্থায় তামিম ইকবাল জানালেন আরও ৬ বছর খেলতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও এরইমধ্যে খেলছেন ১৩ বছর ধরে।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে কথা বলতে গিয়ে এই ইচ্ছের কথা জানান তামিম। সব ঠিক থাকলে অবসরের সময় তার বয়স দাঁড়াবে ৩৭ বছর।
সেই ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন এই ওপেনার। দেশের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।
এ অবস্থায় তামিম জানান, ‘আমার মনে হয় মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব। আমি যদি নিজেকে অন্যদের মতো পরে ধাপে নিতে পারি, তাহলে ক্যারিয়ার শেষে খুবই খুশি হব। এখন পর্যন্ত যা করেছি ভালোই করেছি। তবে সেরাদের সঙ্গে নিজের নাম রাখতে আমাকে পরের ধাপে যেতে হবে।’
Discussion about this post