ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান। এই দ্বায়িত্বও সফলতার সঙ্গে পালন করছেন সৌরভ গাঙ্গুলি। এবার তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারে দেখতে চাইছেন অনেকেই। তাদেরই একজন গ্রায়েম স্মিথ। যিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট পরিচালক।
আইসিসির ভারতীয় সভাপতি শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মাসে। আর তার জায়গায় আরেকজন ভারতীয়কেই দেখতে চান গ্রায়েম স্মিথ। তার বক্তব্যে সমর্থন দিলেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ফল।
করোনাভাইরাস সংক্রমনের কারণে মনোহরের হয়তো অতিরিক্ত আরও দুইমাস আইসিসির সভাপতি পদে থাকতে পারেন। তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড থেকে স্মিথ ও ফলের মতো গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা সৌরভের পক্ষে বলায় দৃশ্যপট পাল্টে যাচ্ছে।
স্মিথ বলেন, ‘সৌরভ গাঙ্গুলীর মতো একজন ক্রিকেটের লোককে আইসিসি প্রেসিডেন্টের ভূমিকায় পাওয়াটা হবে দারুণ ব্যাপার। আমি মনে করি খেলাটার জন্য তাকে পাওয়াটা ভালো হবে। আমি এও মনে করি আধুনিক ক্রিকেটের জন্যও তিনি ভালো হবেন। তিনি এটি বোঝেন, সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন, সবার কাছেই তিনি শ্রদ্ধার পাত্র। তার নেতৃত্বই ক্রিকেটের অগ্রযাত্রায় রাখবে মূল ভূমিকা।’
সৌরভ অবশ্য এনিয়ে কিছু বলছেন না। নতুন গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় ক্রিকেট সংস্থায় একনাগাড়ে ৬ বছর দায়িত্ব পালন করায় জুনেই বিসিসিআই সভাপতির মেয়াদ শেষ হয়ে যাবে। এ অবস্থায় স্মিথের প্রস্তাবটা গুরুত্ব দিয়ে ভাবতেই পারেন তিনি।
Discussion about this post