ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের কবে শুরু হবে মাঠের লড়াই? উত্তর জানা নেই কারো। কারণ করোনাভাইরাস এখনো বিদায় নেয়নি। সংক্রমণ কমছে না। চলছে সাধারণ ছুটি। ক্রিকেটাররাও ঘরে বন্ধী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সতর্ক। এ অবস্থায় সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত মাঠে ফিরবেন না ক্রিকেটাররা।
একইসঙ্গে ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে করোনা টেস্ট করানোর চিন্তাও করছে বিসিবি। আরও কিছুদিন পর মাঠে ফেরার আগে কোচিং স্টাফ ও মাঠের সঙ্গে জড়িত সবার করোনা টেস্ট করানো হবে।
বিসিবির প্রধান চিকিৎক দেবাশিষ চৌধুরী জানান, বর্তমান পরিস্থিতিতে বিসিবি খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে এ কারণেই পরীক্ষা করা জরুরি। বলেন, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের পরীক্ষা করতে চাই। বিশেষভাবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত। খেলোয়াড়দের লক্ষণ না থাকলেও, সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। সুরক্ষার জন্য আমরা চাই তাদের পরীক্ষা হোক।’
এইতো গত ১৯ মার্চ থেকে বিসিবি সকল ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেয় এবং এরপর বোর্ডের কর্মচারীদের বাসা থেকে কাজ চলছে। এ অবস্থায়, দেবাশিষ বলেন, ‘যদি কারও লক্ষণ না থাকে, তাদের পরীক্ষা করতে হবে না। আমরা আশা করছি, বেসরকারিভাবে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিবে সরকার। এরপরই আমাদের খেলোয়াড় বা বিসিবি কর্মচারীদের পরীক্ষা করানো হবে।’
Discussion about this post