ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পাচ্ছেনা মানুষ। এখনো চলছে লকডাউনের গৃহবন্ধী জীবন। একই অবস্থা গোটা বিশ্বে। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররাও। এবার কোভিড ১৯ পজেটিভ হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার সলো কুইনি।
বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবার খোদ নিজেই দিলেন কুইনি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ভাইরাসে আক্রান্ত হলেন। তার আগে করোনায় আক্রান্ত হন পাকিস্তানের জাফর সরফরাজ ও স্কটল্যান্ডের মাজিদ হক।
কুইনি তার দুঃসময় নিয়ে লিখেছেন, ‘গতবছর আমি গুইলান বেয়ার সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলাম। দশ মাস ধরে এনিয়ে লড়াই করছি। সুস্থ হওয়ার মাঝপথে যক্ষ্মা হলো, আমার লিভার এবং কিডনি ফেইলিউর দেখাল। এবার আমি করোনাভাইরাসেও পজিটিভ শনাক্ত হলাম। জানি না সবকিছু কেন আমার সঙ্গেই হয়।’
সন্দেহ নেই হতাশার খবর। তবে আত্মবিশ্বাসীও। ২৬ বছর বয়সী এই প্রোটিয়া অলরাউন্ডার ফিরতে তৈরি। হারাতে চান করোনাকে।
এই পেস বোলিং অলরাউন্ডারের আন্তর্জাতিক অভিষেক হয়নি। ৩৬টি প্রথম শ্রেণি, ৪৪টি লিস্ট ‘এ’ এবং ৩৪ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে করেছেন ১২৯৮ রান নিয়েছেন ১৩৪ উইকেট।
Discussion about this post