ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতি করোনাভাইরাস ইউরোপের যে দেশগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার মধ্যে ইতালি অন্যতম। ঘরবন্দী মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। খাদ্য সঙ্কটে পড়েছে ইতালির অনেক মানুষ। সেসব আর্ত মানুষের সহায়তার জন্য তহবিল গড়তে নিলামে তোলা হয়েছিল দিয়েগো ম্যারাডোনার একটি জার্সি।
ম্যারাডোনার জার্সিটি নিলামে বিক্রি হয়েছে ৫৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৭ লাখ টাকা। নাপোলির অভাবী মানুষের সহায়তায় খরচ করা হবে নিলাম থেকে আসা পুরো অর্থটা।
জার্সি আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার হলেও। নিলামে তুলেছেন অন্য একজন। ১৯৮৭ সালে জুনে প্রীতি ম্যাচ খেলে ম্যারাডোনার কাছ থেকে জার্সিটি উপহার পেয়ে ছিলেন ইতালির সাবেক খেলোয়াড় ও তার এফসি নাপোলির সাবেক সতীর্থ সিরো ফেরেরা। ৩৩ বছর ধরে ম্যারাডোনার উপহারটি নিজের কাছে যত্ন করেই রেখে ছিলেন।
মানুষের মহাবিপদের দিনে সেই জার্সি এবার উৎসর্গ করেন ফেরেরা।
Discussion about this post