ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমর নারী ক্রিকেট দলের তথ্য ফাঁস করেছেন। এমন অভিযোগই এনেছে আইসিসি। যে কারণে সংস্থাটি তাকে কোনো ধরনের দায়িত্ব না দিতে বিসিবিকে আইসিসির পরামর্শ দিয়েছে।
চলতি বছরের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল জাভেদ ওমরের। যা এরইমধ্যে শেষ হয়েছে। তবে চুক্তি নবায়ন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই খারাপ খবর শুনতে হচ্ছে তাকে। বাংলাদেশ দলের সাবেক এই ওপেনারকে কোনো ধরনের দায়িত্ব না দিতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসি।
গেল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন জাভেদ। টুর্নামেন্টে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কড়া নজর ছিল তার ওপর।
মেয়েদের বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের বিভিন্ন তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে জাভেদের বিরুদ্ধে। আইসিসি বিষয়টি বিসিবিকে জানিয়েছে এবং জাভেদকে ভবিষ্যতে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের কর্মকাণ্ডে না রাখার পরামর্শ দিয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বলেছেন, বিষয়টি তার জানা নেই। এ নিয়ে মন্তব্য করতে চাননি জাভেদও।
Discussion about this post