ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা মোকাবিলায় ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিম চেষ্টা করছেন সবাইকে সাহায্য করতে। ব্যাপারটি তিনি নববর্ষের ক্ষণে ফেসবুক বার্তায় বলেছিলেন এভাবে, ‘আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন।’ সেই চেষ্টার অংশ হিসেবে ক্রিকেটারদের গড়া তহবিলে অবদান রেখেছেন। মুশফিক এখন আরেকভাবে অংশ নিয়েছেন করোনার বিরুদ্ধে এ কঠিন লড়াইয়ে। সে ধারাবাহিকতায় এবার তিনি স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন মুশফিক। এসব সামগ্রীর মধ্যে আছে ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক। বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেনের মাধ্যমে মুশফিক এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন। এমনটাই জানা গেছে তার পারিবারিক সূত্রে।
স্বাস্থ্যকর্মীদের পাশে মুশফিকের দাঁড়ানোর ব্যাপারে সামির হোসেন জানালেন, বগুড়ায় যেসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে করোনা নিয়ে কাজ করছেন, তাঁরাই পাবেন এই সামগ্রী। এর আগে বগুড়ায় নিজের এলাকার কাউন্সিলরের মাধ্যমে আর্থিক সহযোগিতাও করেছেন মুশফিক।
Discussion about this post