ইতিহাস অনুপ্রেরনা যোগাচ্ছে! চোখ বারবার চলে যাচ্ছে তিন বছর আগে। ২০১০ সালের সেই ওয়ানডে লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪-০ তে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। ফের কিউইদের মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিবা-রাত্রির ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে দুই দেশ।
এই লড়াইয়ে জিততে তৈরি দু’দলই। টেস্ট লড়াই ড্র। এবার ওয়ানডেতে শ্রেষ্টত্ব দেখাতে চায় মুশফিকুর রহীমের দল। বাংলাদেশ অধিনায়ক সোমবার সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘দেখুন তিনবছর আগের ৪-০’র সিরিজটা অবশ্যই আমাদের জন্য একটা ভাল স্মৃতি। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত নিজেদের মাটিতে আমরা ওয়ানডেতে বেশ শক্তিশালী দল। যদি তিন বিভাগেই আমরা নিজেদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারি তাহলে অবশ্য আরেকটা ভাল ফলাফল হবে।’
মুশফিক বললেন, ‘আমাদের দলে তরুণ ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। পারফরর্মারও বেড়েছে। আমাদের আত্মবিশ্বাস এখন বেশ চাঙ্গা।’ এদিকে এই ম্যাচ দিয়েই ফের মাঠে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা।
অন্যদিকে সতর্ক কিউইরা। দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম বলছিলেন, ‘আমরা এবারের সিরিজে ভাল ক্রিকেট খেলতে চাই। প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেট খেলতে চাই। জানি ব্যাপারটা সহজ হবে না। তবে আমরা বেশ সতর্ক। শুধু এই ম্যাচটাই নয়, সিরিজটাও জিততে চাই।’
Discussion about this post