ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। এদিকে আগস্টে নিউজিল্যান্ডেরও আসার কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে। কিন্তু করোনার কারণে ওই দুই সিরিজই এখন মাঠে গড়ানো নিয়ে ভর করে শঙ্কা। তবে এখনই ওই সিরিজ স্থগিত হতে পারে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সংস্থাটি এখনই ক্রিকেটারদের বেতন কাটার কথা ভাবছে না। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এই মুহূর্তে বেতন কাটার কথা ভাবছি না। আমরা আত্মবিশ্বাসী যে, এখনই আমাদের ওমন সিদ্ধান্ত নিতে হবে না, কারণ আমাদের যে অর্থ আছে আরও কিছু সময় আমরা টিকে থাকতে পারবো। আশা করছি ওই সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই দুর্দিনে কিভাবে ক্রিকেটার এবং অন্য স্টাফদের পাশে দাঁড়ানো যায় সেটা নিয়েই আমরা কাজ করছি।’
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা বিসিবির নেই। তবে অন্যদের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বিসিবি। এ নিয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা অন্য বোর্ডের চেয়ে ভালো অবস্থানে আছি। অন্য বোর্ডের অনেক অর্থ ক্ষতি হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আবার এই করোনার কারণে পরবর্তীতে সূচি নিয়েও ঝামেলা হবে, যেটা আমরা সমাধান করতে পারবো না। আমাদের এখন শুধু আইসিসিসহ অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে।’
আগামী দুটি সিরিজ দেশে মাঠে অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে না ভাবলেও বিসিবি কিন্তু ঠিকিই নতুন স্পন্সর প্রতিষ্ঠান খুঁজছে। এর আগে জানুয়ারিতে ইউনিলিভারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন স্পন্সর খোঁজার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু দুই বছরের জন্য ৫৫ কোটি টাকা দিয়ে স্পন্সরশিপ নিতে রাজি হয়নি কেউই। পরে বেক্সিমকো গ্রুপের ডিটিএইচ কোম্পানি ‘আকাশ’র সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে যেতে বাধ্য হয় বিসিবি। যা শেষ হয়েছে এরইমধ্যে। যে কারণে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এখন নতুন করে করোনার মধ্যেই খুঁজছে নতুন স্পন্সর প্রতিষ্ঠান। যা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
Discussion about this post