ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস মোকাবিলায় সব সময় কাজ করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এরইমধ্যে তিনি ব্যক্তিগত ও বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন। এবার এ তারকা ক্রিকেটার ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ শ্লোগানকে সামনে রেখে রবিবার থেকে নড়াইল জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করতে যাচ্ছেন। ব্যাপারটি এক ভিডিও বার্তায় মাশরাফি নিজেই জানিয়েছেন।
ভিডিও বার্তায় মাশরাফি বলেছেন, ‘প্রিয় নড়াইলবাসী, আসসালামু ওলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রবিবার (৫ এপ্রিল) ভ্রাম্যমান চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনারোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওইখানে (ভ্রাম্যমাণ টিমে) দুটা মোবাইল নম্বর থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডা. স্বপ্না রানী সরকার।’
মাশরাফি এই ডাক্তারদের ধন্যবাদ দেন এবং নড়াইলের সন্তান যারা ডাক্তারি পেশায় আছেন তাদের সহযোগিতা কামনা করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আপনারা সকলে ঘরে থাকবেন। ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতড়ে উঠবো বলে আশা করছি। আবারও বলছি আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নিবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এই সিদ্ধান্তটা নেয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।’
যতদিন করোনাভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই মেডিকেল টিম এভাবে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবে ।
এরআগে নড়াইলে মানুষের কথা চিন্তা করে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজ উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেন। তারও আগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।
Discussion about this post