ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত ১৪ দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক হোটেলে আইসোলেশনে ছিলেন সাকিব আল হাসান। শুক্রবার যা শেষ হয়েছে। এরপরই তিনি ফিরে গেছেন পরিবারের কাছে। সংবাদমাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন সাকিবের পরিবারের এক সদস্য।
পরিবার থেকে কয়েক মিনিটের দূরত্বে সাকিব আইসোলেসনে ছিলেন। যে কারণে শুক্রবার দ্রুতই তিনি ফিরে যান পরিবারের কাছে।
সাকিবের পরিবারের সদস্য স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা যুক্তরাষ্ট্রে আগে থেকেই ছিলেন। তবে গত ১৪ দিন তাদের থেকে দূরে ছিলেন সাকিব। শুক্রবার ফের তাদেরকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছেন তিনি।
সাকিব পুরোপুরি সুস্থ আছেন। সামনের কয়েকটি সপ্তাহ পরিবার নিয়ে থাকবেন যুক্তরাষ্ট্রেই। গৃহবন্দি হয়ে থাকার ইচ্ছা সাকিব দম্পতির। এরআগে আইসোলেটেড থাকাকালিন সাকিব নিজের নামে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের গড়ে তোলা ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ দিয়ে দেশে বিদেশ হতে ফান্ড সংগ্রহ করবেন সাকিব। সে ফান্ড তুলে দিচ্ছেন ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে। ইতিমধ্যে যারা ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে। সেখানে সবাইকে সাহায্য করতে আহবান জানিয়েছেন সাকিব নিজে। এদিকে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও কনফিডেন্স গ্রুপ মিলে ডাক্তারদের প্রয়োজনীয় কিট সরবরাহের ২০ লক্ষ টাকার একটি অনুদান দেন।
Discussion about this post