ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের ভীতি দূর করতে ও সচেতনতা সৃষ্টি করতে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও জনসচেতনতা সৃষ্টিতে নানান পদক্ষেপ নিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম মাশরাফি বিন মর্তুজা। এজন্য সোমবার নিজের ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এ পেসার। লিখেছেন, ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’
এর আগে মাশরাফি তার নিজস্ব ফেসবুক পেজে ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করে এক ভক্তের জড়িয়ে ধরার পুরনো এক ছবি দেন। তাতে লেখেন, না, এভাবে কাছে আসা যাবে না। না, নিজের পরিচিত কিংবা দূরের কাউকে জড়িয়ে ধরা যাবে না!
এবার মাশরাফি দিলেন নতুন এক বার্তা। সবাইকে বাসায় থাকার আহ্বান জানালেন তিনি,‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’
এছাড়া করোনা সম্পর্কে সচেতন করতে বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা। এক ভিডিও বার্তায় মুশফিক সকলকে অনুরোধ করেছেন সচেতন থাকতে এবং প্রবাসীদের অনুরোধ করেছেন কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে।
Discussion about this post