ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রামন। অনেকে মৃত্যুবরণ করছেন। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। ব্যাপারটি তাই সবার মতো ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তাইতো শনিবার সংস্থাটি জানিয়ে দিল, রোববার থেকে হেড অফিস যেটি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত সেটি বন্ধ হয়ে গেল। কর্মকর্তা ও কর্মচারীরা অফিস করবেন বাসা থেকে। এর কয়েকদিন আগেই করোনাভাইরাসের বিস্তার এড়াতে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছিল বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিসিবি জানায়, জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলেই কেবল অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে। এরআগে গত বৃহস্পতিবার বিসিবিতে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল বিসিবি কর্মীদের ঝুঁকি নিয়েও। সে সময় বিসিবি প্রধান বলেছিলেন, পরিস্থিতি বুঝে নেওয়া হবে সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত আসতে লাগল মাত্র দুই দিন।
এরআগে করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্টই বন্ধ ঘোষণা করে দায়িত্বে থাকা কতৃপক্ষ। এদিরক ভারতীয় বোর্ড, অস্ট্রেলিয়ান বোর্ডসহ বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের কর্মীদের বাসা থেকে অফিস করতে বলা হয়েছে। শনিবার সে পথেই হাঁটল বিসিবিও। তার মানে দেশের ক্রিকেটও একবারে থমকে গেল।
করোনাভাইরাসের প্রভাবে মুজিব বর্ষ উপলক্ষে এ মাসে হওয়ার কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। করোনা আতঙ্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই আয়োজন স্থগিত করেছে বিসিবি। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়। একইসঙ্গে ঘরোয়া লিগসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমই বন্ধ রেখেছে বিসিবি।
Discussion about this post