ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন আগেই সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী মেলবোর্ন গিয়েছিলেন অস্ত্রোপচারের উদ্দেশ্যে। গত মঙ্গলবার তারা সুখবর নিয়েই ফিরেছেন দেশে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তারা চলে গেছেন ‘হোম কোয়ারেন্টিনে’।
বর্তমান বিশ্বে সবচেয়ে আতঙ্কের নাম করোনা। মরণব্যাধি এ ভাইরাসের সংক্রামণ ঠেকাতে বাংলাদেশ সরকার নির্দেশনা দিয়েছে, বিদেশ থেকে ফেরা যেকোনো ব্যক্তির দুই সপ্তাহের ‘হোম কোয়ারেন্টিনে’ যাওয়া বাধ্যতামূলক। যা মেনেছেন সাদমান ও মৃত্যুঞ্জয়। বিষয়টি নিশ্চিত করে সাদমান বলেছেন, ‘নির্দেশনা মেনে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টিনে আছি। জীবনযাত্রা সবই স্বাভাবিক আছে। শুধু কোথাও বের হই না। নিয়ম মেনে দুই সপ্তাহ পর বের হব।’ মৃত্যুঞ্জয়ের কাছে ব্যাপারটা স্বাভাবিকই, ‘যেহেতু দেশের বাইরে থেকে এসেছি, তাই দুই সপ্তাহ ঘরে এমনিতেই থাকতে হতো। আমি সেটিই করছি।’
গত মঙ্গলবার মেলবোর্ন থেকে ফিরেছেন সাদমান-মৃত্যুঞ্জয়ের অস্ত্রোপচারের সময় যাওয়া বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও। তিনিও এখন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এ ব্যাপারে দেবাশিস বলেন, ‘ঘরের মধ্যে থাকা, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা—সেলফ কোয়ারেন্টিন আসলে সচেতনতার অংশ। আমরা জানি না জীবাণু বহন করছি কি না। যদি দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত না হয়, তাহলে বুঝতে হবে জীবাণু আমাদের মধ্যে নেই।’
এদিকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদও। দুই দিন আগে তিনি দেশে ফিরেছেন ব্যাংকক থেকে।
Discussion about this post