ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতেই হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
ম্যাচে শাইনপুকুরের লক্ষ্য ছিল ২৫৮ রান। ৩ বল হাতে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৫৭/৮ (অভিষেক ২৯, মজিদ ৪২, শুক্কুর ৪৬, শামসুর ২৫, মাহমুদুল ৫৮, নাদিফ ৭, শুভাগত ৩১, আবু হায়দার ৭*, রাজ্জাক ২; মোহর ৭-০-৪৬-২, রবিউল হক ১০-০-৬৩-১, মুরাদ ১০-০-৪১-১, সাব্বির ৯-০-৩৯-০, রবিউল ৪-০-২৪-০, তানভীর ১০-০-৪৪-২)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৯.৩ ওভারে ২৫৮/৫ (তানজিদ ৫৯, সাব্বির ২৫, রবিউল ৫৪, হৃদয় ৫০, মাহিদুল ৪৯, সাজ্জাদুল ১০*, রবিউল ৫*; আবু জায়েদ ৯.৩-১-৪৩-১, আবু হায়দার ১০-১-৪৩-১, তাসকিন ১০-০-৪৬-০, রাজ্জাক ১০-১-৫৭-১, শুভাগত ৬-০-৪৫-০, মাহমুদুল ৪-০-২০-১)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান
######################
দারুণ শুরু তামিমদের
গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংকের লড়াই বেশ জমল। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল তামিম ইকবালের প্রাইম ব্যাংক।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৯ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৫১/৬ (তামিম ১৯, এনামুল ০, রনি ৭৯, রকিবুল ৫, মিঠুন ২৭, অলক ১৭, নাহিদুল ৫৩*, নাঈম ৪৬*; নাহিদ ৬-১-২৮-০, হাসান ১০-১-৪৫-১, আরিফুল ২-০-৯-০, নাসুম ১০-০-৪০-২, মেহেদি ৬-২-২১-০, মাহমুদউল্লাহ ১০-০-৫৩-৩, মুমিনুল ১-০-৯-০, সৌম্য ৫-০-৪৬-০)।
গাজী গ্রুপ: ৫০ ওভারে ২৪২/৯ (জাকির ৫, সৌম্য ৪৯, মুমিনুল ২৮, মাহমুদউল্লাহ ৩২, ইয়াসির ১, আরিফুল ২০, আকবর ৩১, মেহেদি ৫৬*, নাসুম ৪, নাহিদ ২, হাসান মাহমুদ ৬*; মুস্তাফিজ ১০-১-৪২-২, নাঈম ৬-০-১৫-১, রুবেল ১০-০-৫৮-০, নাহিদুল ৫-০-৩০-২, শরিফুল ১০-০-৬৪-১, অলক ৯-১-৩২-২)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৯ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদুল ইসলাম
################
৩ রান আশরাফুলের
হতাশ করলেন মোহাম্মদ আশরাফুল। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে অনায়াসেই হারাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫৫ রানে জিতেছে তারা।
সোমবার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে ২৭৬ রান করে শেখ জামাল। জবাবে খেলাঘর আটকে যায় ২২১ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল: ৫০ ওভারে ২৭৬/৯ (সৈকত ৮৩, আশরাফুল ৩, সোহরাওয়ার্দী ২৫, নাসির ৫৬, সোহান ৫৮, তানবীর ৪, মাশরাফি ১, জিয়াউর ২৪, ইলিয়াস সানি ৪, সালাউদ্দিন ৬*, ইবাদত ৩*; খালেদ ১০-০-৪৮-২, টিপু ১০-০-৫০-১, ইফরান ১০-১-৪৩-৪, মিরাজ ১০-০-৬৭-০, মাসুম ১০-০-৬৪-২)।
খেলাঘর: ৫০ ওভারে ২২১/৯ (ইমতিয়াজ ২৯, সাদিকুর ১২, জহুরুল ৫১, ফরহাদ ৬, মিরাজ ৭, সালমান ২৪, রাফসান ৯, মাসুম ৩২, ইফরান ২৪, টিপু ৮*, খালেদ ২*; মাশরাফি ৭-১-৩৪-০, নাসির ৬-১-১৪-১, সোহরাওয়ার্দী ৭-০-২৬-২, ইবাদত ৯-০-৪৫-১, ইলিয়াস সানি ৮-০-৩৫-২, সালাউদ্দিন ৯-০-৩৬-২, তানবীর ৩-০-১৪-০, আশরাফুল ১-০-৯-০)।
ফল: শেখ জামাল ৫৫ রানে জয়ী
ম্যাচসেরা: সৈকত আলি।
Discussion about this post