ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইঙ্গিতটা আগেই ছিল। করোনা ভাইরাস আতঙ্কে যখন গোটা বিশ্ব থমকে যাচ্ছে তখন বাস্তব সিদ্ধান্তটাই নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার শঙ্কায় স্থগিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় দফার পাকিস্তান সফর। পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি।
করোনার প্রভাবে নিশ্চিতই ছিল এই সফর বাতিল। সোমবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করল পিসিবি।
এই মাসের শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। করাচিতে খেলার কথা ছিল একটি ওয়ানডে ও একটি টেস্ট। স্থগিত হওয়া টেস্ট ম্যাচটি যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, শিগগিরই দুই দেশের বোর্ড আলোচনা করে নতুন তারিখ ঠিক করবে বলে জানাল পিসিবি।
বাংলাদেশ ক্রিকেট দলের আগামী ১ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল পর্যন্ত একটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট দলের আগামী ২৯ মার্চ পাকিস্তান সফরে যেতো। এ অবস্থায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত।
পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে স্বাগতিকরা জিতেছিল ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে।
Discussion about this post