ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে ঢাকা লিগ আয়োজনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল সিসিডিএম।
মাঠ সঙ্কটের কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম তিন রাউন্ড হওয়ার কথা ছিল ঢাকার বাইরে। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি ফিরিয়ে আনা হলো ঢাকায়।
মুজিববর্ষের টি-টুয়েন্টি পিছিয়ে যাওয়ায় টুর্নামেন্টের ভেন্যুতে বদল এনেছে সিসিডিএম। সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাতেই শুরু হবে লিগের খেলা। প্রথম ৫ রাউন্ডেই ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
ডিপিএলে প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। মিরপুরের বিকেএসপি ৪ নম্বর মাঠ ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও হবে খেলা।
করোনাভাইরাসের বিস্তারে মুজিব বর্ষের দুটি টি-টুয়েন্টি পিছিয়ে যাওয়ায় ঢাকা ফিরল ডিপিএল।
১২ দল নিয়েই মাঠে গড়াবে ডিপিএল। দলগুলো হলো-লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, লেফটেন্যান্ট. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মিরপুরে পারটক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ঐ দিনেই বিকেএসপিতে খেলবে ওল্ডডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিনে তৃতীয় ম্যাচে ফতুল্লায় লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
ডিপিএলের প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ শেষ হবে ১৬ মার্চ। একদিন বিরতির পর দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৮ মার্চ থেকে। লিগ পর্বের শেষ এবং পঞ্চম রাউন্ড হবে ২৭ ও ২৮ মার্চ। লিগ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ছয়টি দলকে নিয়ে শুরু হবে সুপার সিক্স। এই পর্বে শেষ পর্যন্ত যে দলের পয়েন্ট বেশি থাকবে শিরোপা জিতবে তারাই।
প্রথম শ্রেনির ৫০ ওভারের এ ক্রিকেট টুর্নামেন্টে এবার নেই কোন বিদেশি ক্রিকেটার।
প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সূচি
১৫ মার্চ রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস বিকেএসপি
১৫ মার্চ আবাহনী-পারটেক্স মিরপুর
১৫ মার্চ দোলেশ্বর-ব্রাদার্স ফতুল্লা
১৬ মার্চ শেখ জামাল-খেলাঘর বিকেএসপি
১৬ মার্চ প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ মিরপুর
১৬ মার্চ মোহামেডান-শাইনপুকুর ফতুল্লা
১৮ মার্চ রূপগঞ্জ-ব্রাদার্স বিকেএসপি
১৮ মার্চ আবাহনী-ওল্ড ডিওএইচএস ফতুল্লা
১৮ মার্চ দোলেশ্বর-খেলাঘর মিরপুর
১৯ মার্চ শেখ জামাল-গাজী ফতুল্লা
১৯ মার্চ প্রাইম ব্যাংক-শাইনপুকুর মিরপুর
১৯ মার্চ মোহামেডান-পারটেক্স বিকেএসপি
Discussion about this post