ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত ২১ বছর উদ্বোধনী জুটির রেকর্ড দখলে রেখেছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। কিন্তু শুক্রবার পূর্বসূরি দুই ব্যাটসম্যানের করা সে রেকর্ডটাই ভেঙে দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটি।
১৯৯৯ সালের ২৫ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে মেহরাব হোসেন-শাহরিয়ার হোসেনের ওপেনিং জুটি তুলেছিল ১৭০ রান। এতোদিন এটাই ছিল ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভাঙলেন তামিম আর লিটন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত লিটন অপরাজিত ১০২ রানে আর তামিম ৭৯ রানে।
শুক্রবার চার পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার দেখে শুনে খেলেন। কিন্তু সময় যত এগিয়েছে তাদের ব্যাটের ধারও বেড়েছে। সে ধারাবাহিকতায় ৫৪ বলে ৭ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। পরে এ ডানহাতি ১১৪ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পূর্ণ করেন। এজন্য তিনি চার হাকান ১৩টি। এদিকে তামিম ইকবাল নিজের মতো খেলে হাফসেঞ্চুরি তুলে নেন ৬০ বলে। চার হাঁকান ৩টি আর ছয় ২টি। এরআগেই অবশ্য তারা ১৮.২ ওভারে সেঞ্চুরি জুটি গড়েন। তাতে বাংলাদেশের রানের চাকাও দ্রুত ঘুরতে থাকে।
হাফসেঞ্চুরির পর তামিমের ব্যাট আরও দ্রুত ছুটছে থাকে। সে ধারাবাহিকতায় এ তারকা বৃষ্টির আগে করেন ৭৯ রান। এরমধ্যে লিটন ও তামিম ভেঙে দেন অপি-শাহরিয়ারের ২১ বছর আগের গড়া ওপেনিং জুটির ১৭০ রানের রেকর্ড।
Discussion about this post