ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বিতীয় ধাপে পাকিস্তান সফর শেষে দেশে ফিরেই বিয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে এ বাঁহাতি ব্যাটসম্যান খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও দুটি ওয়ানডে। তবে গেল ২৯ ফেব্রুয়ারি ছুটি শেষ হওয়ায় তিনি ফিরেছেন ওয়ানডে দলে। বুধবার তাকে রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তার মানে আগামী শুক্রবার সিলেটে শেষ ওয়ানডেতে দেখা যেতে পারে সৌম্যকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শুক্রবার (৬ মার্চ) হোয়াইটওয়াশের মিশনে সফরকারীদের মুখোমুখি হবে টাইগাররা।
পাকিস্তান সফরের তৃতীয় ধাপে যাচ্ছেন না মুশফিকুর রহিম। তাই তাকে শুক্রবার বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর তাই ক্রিকেট প্রেমিরা ধারণা করছেন মুশির জায়গায় ঐ ম্যাচে খেলবেন সৌম্য।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
Discussion about this post