ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো বিস্ময়কর। অনেক বছর ধরেই খেলছেন দু’জন। অথচ ঘরোয়া ক্রিকেটে একই দলে দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ আশরাফুলকে। এবার সেই দৃশ্যপট পাল্টাচ্ছে। দুই বন্ধুকে দেখা যাবে একই দলে। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আনুষ্ঠানিক দলবদল মিরপুরে শুরু হয়েছে। সেখানেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মোহাম্মদ আশরাফুল। এই দলেই থাকছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ছিলেন আশরাফুল। সেই ক্লাব ছেড়ে এবার খেলবেন শেখ জামালে। আবাহনী ছেড়ে একই দলে যোগ দিচ্ছেন মাশরাফি। ডিপিএল এবার একসঙ্গে তাদের একই দলে খেলার সুযোগ হচ্ছে। যে কারণে খুব ভালো লাগছে আশরাফুলের। এনিয়ে অ্যাশ বলেন, ‘প্রথমবারের মত আমরা ডিপিএলে এক সঙ্গে খেলব। আমরা শুরু করেছিলাম অনূর্ধ্ব-১৭ থেকে ২০০০ সালে এশিয়া কাপে। এরপর আমরা ঢাকা লিগে প্রতিপক্ষ হয়েই খেলেছি। এই এবারই এ লিগে একসঙ্গে খেলব আমরা। তাই ভালো লাগছে আমার।’
বিপিএলের দুই মৌসুম মাশরাফির সঙ্গে খেলেছিলেন আশরাফুল। চ্যাম্পিয়নও হয়েছেন দু’বার। ঐ সময়ে তারা দু’জন দারুণ পারফরম্যান্স করেছিলেন। এরপর স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হন অ্যাশ। চলে যান জাতীয় দলের বাইরে। এখন ফেরার লড়াইয়ে তিনি।
গতবছরে লিগে তেমন ছন্দে ছিলেন না আশরাফুল। তবে এবার ভালো কিছু করবেন তিনি। প্রস্তুত এই ব্যাটসম্যান। বলেন, ‘গতবারের লিগে ভালো খেলতে পারেনি। তবে এবার নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব। আমাদের দলও ভালো হয়েছে। আশা করি ব্যক্তিগতভাবে পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে পারব।
গত ডিপিএলে তেমন ছন্দে ছিলেন না আশরাফুল। তবে এবার ভালো কিছু করবেন তিনি, ‘ গতবারের লিগে ভালো খেলতে পারেনি। তবে এবার নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব। আমাদের দলও ভালো হয়েছে। আশা করি ব্যক্তিগতভাবে পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে পারব।
১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর। সবশেষ দুই আসরেই দল বদল হয়েছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ। এবার ক্লাব ও ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে হচ্ছে দলবদল। লিগের দলবদল চলবে আরও দুইদিন, ৪ ও ৫ মার্চ।
Discussion about this post